ব্যাকুলতা হয়ে তাকে ডাকতে হয় আন্তরিক ডাক তিনি শুনবেনই শুনবেন

[শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত অতুল ব্যাকুলতা]

ব্যাকুলতা হয়ে তাকে ডাকতে হয়  আন্তরিক ডাক তিনি শুনবেনই শুনবেন
ব্যাকুলতা হয়ে তাকে ডাকতে হয় আন্তরিক ডাক তিনি শুনবেনই শুনবেন

ব্যাকুলতা হয়ে তাকে ডাকতে হয় আন্তরিক ডাক তিনি শুনবেনই শুনবেন।

এখনও সন্ধ্যা হয় নাই। ঠাকুর গিরিশের ভ্রাতা শ্রীযুক্ত অতুলের সহিত কথা কহিতেছেন। অতুল ভক্তসঙ্গে সম্মুখেই বসিয়া আছেন।

একজন ব্রাহ্মণ প্রতিবেশীও বসিয়া আছেন। অতুল হাইকোর্ট-এর উকিল।

শ্রীরামকৃষ্ণ (অতুলের প্রতি)—আপনাদের এই বলা, আপনারা দুই করবে, সংসারও করবে, ভক্তি যাতে হয় তাও করবে। ব্রাহ্মণ প্রতিবেশী ব্রাহ্মণ না হলে কি সিদ্ধ হয়?

শ্রীরামকৃষ্ণ কেন? কলিতে শূদ্রের ভক্তির কথা আছে। শবরী, রুইদাস, গুহক চণ্ডাল—এ-সব আছে।

নারায়ণ (সহাস্যে)—ব্রাহ্মণ, শূদ্র, সব এক।।

ব্রাহ্মণএক জন্মে কি হয়?

শ্রীরামকৃষ্ণ—তার দয়া হলে কি না হয়। হাজার বৎসরের অন্ধকার ঘরে আলাে আনলে কি একটু একটু করে অন্ধকার চলে যায়? একেবারে আলাে হয়। (অতুলের প্রতি)—“তীব্র বৈরাগ্য চাই—যেন খাপখােলা তরােয়াল। সে বৈরাগ্য হলে, আত্মীয় কালসাপ মনে হয়, গৃহ পাতকুয়া মনে হয়।

“আর আন্তরিক ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। আন্তরিক ডাক তিনি শুনবেনই শুনবেন।”

সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর যাহা বলিলেন, একমনে শুনিয়া সেই সকল চিন্তা করিতেছেন।।

শ্রীরামকৃষ্ণ (অতুলের প্রতি)—কেন? অমন আঁট বুঝি হয় নাব্যাকুলতা? অতুল—মন কই থাকে? শ্রীরামকৃষ্ণ অভ্যাসযােগ! রােজ তাকে ডাকা অভ্যাস করতে হয়। একদিনে হয় ; রােজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে।

সকালে ঘুম থেকে উঠেই ও শুতে যাবার আগেই ঈশ্বর-স্মরণ করা যদি কঠিন মনে হয়,

তবে নিজের কাছেই তাঁর একটা ছবি রেখে দাও,

আলাে নিভিয়ে দেবার সময় আর সকালে ঘুম ভাঙলেই,

ঐ ছবির দিকে তাকানাে অভ্যাসে পরিণত কর।

 ছবির দিকে তাকানাের স্বভাবটি যদি অভ্যাস করতে থাক,

শীঘ্রই দেখবে— তাঁর বিষয়ে চিন্তা না করে শুতে যাওয়া বা ঘুম থেকে ওঠা, তােমার পক্ষে কঠিন হয়ে পড়ছে।

শুতে যাবার আগে,প্রতিদিন আমাদের পক্ষে দরকার কিছু পবিত্র চিন্তায় ও শব্দে মনকে নিবিষ্ট রাখা।

চিন্তা কর তুমি যেন ঈশ্বরের কোলে শুতে যাচ্ছ বা আলােকবিন্দুর মতাে তােমার আত্মা দিব্য আলােকের সমুদ্রে মিশে যাচ্ছে বা এই রকম কোন ভাব। 

ঘুমিয়ে পড়ার আগে আমাদের সমস্ত মন যেন দিব্য ভাবে ভরে থাকে তার শ্রী চরণে।

জয় রামকৃষ্ণ শরন জয় রামকৃষ্ণ শরন৷

——— স্বামী যতীশ্বরানন্দ

আরো পড়ুন

যজ মহারাজ: কে এই যজ মহারাজ কি তার পরিচয়

 

শ্রী রামকৃষ্ণের বাণী
শ্রী রামকৃষ্ণের বাণী

 

 

শ্রী রামকৃষ্ণের বাণী
শ্রী রামকৃষ্ণের বাণী

1 thought on “ব্যাকুলতা হয়ে তাকে ডাকতে হয় আন্তরিক ডাক তিনি শুনবেনই শুনবেন”

  1. একটি অপূর্ব পেজ।।। প্রণাম মহারাজ।।। আপনার প্রয়াস সার্থক হোক আমাদের জীবনে।।

    Reply

Leave a Comment